বাসস ক্রীড়া-৮ : ক্রিকেট-গাঙ্গুলী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গাঙ্গুলী

101

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-গাঙ্গুলী
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গাঙ্গুলী
নয়া দিল্লি, ২ জানুয়ারি, ২০২১ (বাসস) : হঠাৎই বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলী। দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত খবরে এ কথা বলা হয়েছে।
ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদনে বলছে, আজ সকালে ব্যক্তিগত জিমে অনুশীলন করতে গিয়েছিলেন গাঙ্গুলী। সেখানে মাথা ঘুড়লে দ্রুতই কাছের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
হাসপাতাল সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, ‘গতকাল রাতে তার শরীর ভালো ছিল না। তারপরও রুটিন মেনে আজ সকালে কাজ শুরু করেছিলেন তিনি। হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে। পরে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
কিছু-কিছু ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এখন গাঙ্গুলী অবস্থা ‘স্থিতিশীল’।
গাঙ্গুলীর ভাই স্নেহাশীষ গাঙ্গুলী ভারতের সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তার হৃদযন্ত্রে সমস্যা আছে। তবে এখন সে স্থিতিশীল আছে।’
বিসিসিআই সচিব জয় শাহ ট্ইুট করে লিখেছেন, ‘আমি গাঙ্গুলীর দ্রুত সুস্থতা কামনা করছি এবং প্রার্থনা করছি। আমি তার পরিবারের সাথে কথা বলেছি। দাদা স্থিতিশীল আছেন এবং ভালো সাড়া দিচ্ছেন।’
ইতোমধ্যে বিসিসিআই’র সভাপতির জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে একটি বোর্ড তৈরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গাঙ্গুলী অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লিখেছেন, ‘হৃদরোগে আক্রান্ত গাঙ্গুলী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শুনে খারাপ লাগছে। তার দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করছি।’
বাসস/এএমটি/১৮১০/স্বব