বাসস দেশ-৪ : নড়াইলের মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার ৬ মাসের জামিন

141

বাসস দেশ-৪
হাইকোর্ট-খালেদা-জামিন
নড়াইলের মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার ৬ মাসের জামিন
ঢাকা, ১৩ আগস্ট, ২০১৮ (বাসস) : নড়াইলে করা মানহানি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের নেতৃত্বে একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন । অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল কামরুল ইসলাম খান।
এ মামলায় গত ৫ আগস্ট নড়াইলের জেলা ও দায়রা জজ খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৪ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় দেয়া বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া। তার এ বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়।
ওই বছরের ২৪ ডিসেম্বর নড়াইলের রায়হান ফারুকী নামে এক ব্যক্তি এ সংক্রান্ত খবর পড়ার পর ক্ষুব্ধ হয়ে নড়াইল সদর আমলি আদালতে মানহানির মামলা দায়ের করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।
বাসস/এএসজি/ডিএ/১৩৫৫/-শহক