বাসস দেশ-৭ : আয়শা খানমের মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর শোক

156

বাসস দেশ-৭
শোক- ইন্দিরা
আয়শা খানমের মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ২ জানুয়ারি, ২০২১ (বাসস) : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, ‘’বীর মুক্তিযোদ্ধা আয়শা খানম বাষট্টির ছাত্র আন্দোলন, উনসত্তরের অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক। আজীবন তিনি এদেশে নারীর অধিকার আদায় ও প্রতিষ্ঠা করতে কাজ করে গেছেন। তার মৃত্যুতে আমাদের জন্য অপূরণীয় ক্ষতিহলো, যা কখনও পূরণ হবার নয়’।
ফজিলাতুন নেসা ইন্দিরা প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আয়শা খানম আজ ভোর ৫টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নেত্রকোনায় নিজ গ্রামে তাকে দাফন করার কথা।
বাসস/সবি/কেসি/১৩০৫/অমি