বাসস দেশ-১৬ : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

295

বাসস দেশ-১৬
দুর্ঘটনা-মৃত্যু
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
বগুড়া, ১ জানুয়ারি, ২০২১ (বাসস) : জেলার কাহালু উপজেলায় আজ নির্মানাধীন সেতুর গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে ফাহিমা বেগম নামে একজন বাসযাত্রী নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে কাহালু উপজেলার দরগাহাট এলাকায় বগুড়া ভান্ডার জুটমিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিমা বেগম (৪০) জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপড় গ্রামের আফজালের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে সাকিব পরিবহনের একটি বাস ক্ষেতলাল যাচ্ছিল। পথিমধ্যে দরগাহাট এলাকায় নির্মাণাধীন একটি সেতুর গার্ডারের সঙ্গে ধাক্কা লেেেগ বাসটি দুমড়ে- মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী ফাহিমা বেগম মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠাওনো । পুলিশ বাসটি আটক করেছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮১৫/-এমকে