ঝালকাঠি জেলায় রবি মৌসুমে আবাদ বেড়েছে

328

ঝালকাঠি, ৩১ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জেলায় ৩৬ হাজার ৪০৫ হেক্টর জমিতে রবি মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছে কৃষি বিভাগ। ইতিমধ্যেই ২০ হাজার হেক্টরে চাষাবাদ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং অবশিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকরা কাজ করে যাচ্ছেন।
কৃষি বিভাগ বলছে এ বছর রবি মৌসুমে আবাদ বেড়েছে। গতবছর ২১ হাজার ৯৯ হেক্টরে জমিতে রবি ফসলের আবাদ হয়েছিল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুল হক জানান, এ বছর ১১ হাজার হেক্টরে বোরো আবাদ হচ্ছে এর মধ্যে ১ হাজার ২০০ হেক্টরে হাইব্রিড ও ৯ হাজার ৮০০ হেক্টরে উফশী জাতের বোরো আবাদ হচ্ছে। শীতকালিন শাকসবজিসহ গম, আলু, মিষ্টি আলু, আখ, ভুট্টা, তরমুজ, ফুট ১০ হাজার ৭৬০ হেক্টরে চাষ হচ্ছে। তৈল জাতীয় ফসলের মধ্যে সরিষা, চিনা বাদাম, সূর্যমুখীসহ ১১৩০ হেক্টরে চাষ হচ্ছে। পিয়াজ, রোশন, মরিচ, ধুনীয়াসহ ১ হাজার ২০০ হেক্টরে এবং ডাল জাতীয় ফসল হিসেবে খেসারী, মুগ, মুশুর,ছোলা, মটর, ফেলন ১২ হাজার ৩১৫ হেক্টরে আবাদ লক্ষ্যমাত্রা নিয়ে চাষ হচ্ছে।