চালের দাম বৃদ্ধিতে বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার সুপারিশ সংসদীয় কমিটির

340

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২০ (বাসস) : খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় চালের দাম বৃদ্ধিতে বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং বেগম আঞ্জুম সুলতানা সভায় অংশগ্রহণ করেন।
সভার শুরুতে কমিটির সভাপতি গণতন্ত্র ও বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
সভায় কমিটি বিগত ৬ষ্ঠ বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করে এবং বিগত ৬ষ্ঠ বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সর্ম্পকে বিস্তারিত আলোচনা হয়।
সভায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বিধায় নিয়ন্ত্রিত চাল আমদানির উপর গুরুত্বারোপ করা হয়।
কমিটি ওএমএস এর আওতায় ত্রিশ (৩০) টাকা দরে চাল বিক্রির কার্যক্রম জেলা পর্যায়ে আরো জোরদার করার সুপারিশ করে।
সভায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।