বাসস ক্রীড়া-১১ : জন্মদিনে শাস্তি পেলেন জেমিসন

144

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-জেমিসন
জন্মদিনে শাস্তি পেলেন জেমিসন
মাউন্ট মঙ্গানুই, ৩০ ডিসেম্বর ২০২০ (বাসস) : নিউজিল্যান্ডের ডান-হাতি পেসার কাইল জেমিসনের ২৬তম জন্মদিন আজ। আর আজই শাস্তি পেলেন জেমিসন।
মাউন্ট মঙ্গানুইয়ে আজ শেষ হয়েছে নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টের তৃতীয় দিন পাকিস্তান ইনিংসের ৭৫তম ওভারে বোলিং করছিলেন জেমিসন। তার একটি ডেলিভারিতে সোজা ড্রাইভ করেছিলেন পাকিস্তানের ব্যাটসম্যান ফাহিম আশরাফ। সেই শট নিজে থামিয়ে, ফাহিমের শরীর বরাবর বল ছুঁড়ে মারেন জেমিসন।
কিন্তু শট নিয়ে, রান নেয়ার কোন চেষ্টাই করেননি ফাহিম। তারপরও ফাহিমের শরীরে বল মারায় আইসিসির আচরণবিধির ২ দশমিক ৯ ধারা ভঙ্গ করেছেন জেমিসন।
জেমিসনের এমন আচরণের জন্য ম্যাচ রেফারি ক্রিস গ্যাফানির কাছে অভিযোগ করেন অন-ফিল্ড দুই আম্পায়ার ক্রিস গ্যাফানি এবং ওয়েন নাইটস। এরপর আজ ম্যাচ শেষে জেমিসনকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি। জরিমানার পাশপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে জেমিসনকে।
আগামী ২৪ মাসের মধ্যে আরও তিনটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞায় পড়বেন জেমিসন।
নিজের অপরাধ জেমিসন স্বীকার করে নেয়ায় কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বাসস/এএমটি/১৯২৫/স্বব