বীর মুক্তিযোদ্ধা আজহার আলী শেখের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

266

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২০ (বাসস) : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের সাহসী সৈনিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সরিষাবাড়ির কৃতি সন্তান আজহার আলী শেখের মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করা অকুতোভয় বীর আজহার আলী আমাদের চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবেন। তিনি বাংলার মাটিকে ভালোবেসে ছিলেন। আশা করি সেই মাটি তাকে পরম আদরে বরণ করবে।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আজহার আলী শেখ প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রটোকল অফিসার, যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বাংলাদেশ মিশনের কমার্শিয়াল কাউন্সিলর খোরশেদ উল আলমের পিতা।
গত রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।