বাসস দেশ-৩ : অবশেষে পুনর্বাসিত হচ্ছে ঠাকুরগাঁওয়ের অসহায় সেই হযরত আলীর পরিবার

172

বাসস দেশ-৩
অসহায়-পুনর্বাসন
অবশেষে পুনর্বাসিত হচ্ছে ঠাকুরগাঁওয়ের অসহায় সেই হযরত আলীর পরিবার
ঠাকুরগাঁও, ৩০ ডিসেম্বর, ২০২০ (বাসস) : অবশেষে পথের ধারের ঝুপড়িতে থাকা সেই হযরতের পরিবারটি পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই। জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন গৃহহীন পরিবারটির দায়িত্ব নিয়েছেন। তাদেরকে সালন্দর ইউনিয়নে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘৬ বছর ধরে রাস্তার পাশে ঝুপড়িতে বসবাস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের, তিনি সালন্দর সিংপাড়া গ্রামের ভূমিহীন রিকশাচালক হযরত আলীর ঝুপড়ি ঘরে হাজির হন মঙ্গলবার বিকেলে। এ সময় তিনি শীতবস্ত্র প্রদানসহ সরকারি ঘর নির্মাণ ও পুনর্বাসনের আশ্বাস দেন পরিবারটিকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মানবিক প্রতিবেদনটি নজরে আসায় ছুটে এসেছি গৃহহীন হযরতের ঝুপড়ি ঘরে। রাস্তার পাশে খুবই কষ্টে দিনযাপন করছে তার পরিবার। হযরতের পরিবারকে সালন্দর ইউনিয়নে পুনর্বাসন করা হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১১৪২/কেজিএ