বাসস দেশ-৩১ : গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে এডিবি ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে

257

বাসস দেশ-৩১
এডিবি-ঋণ-বিদ্যুৎ
গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে এডিবি ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে
ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২০ (বাসস) : সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সুবিধা উন্নয়নে সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ককে শক্তিশালী করতে আজ ১৩০ মিলিয়ন ডলারের ঋণসহ ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।
এই ঋণ চলমান ৬১৬ মিলিয়ন ডলার ব্যয় সাপেক্ষ বাংলাদেশ পাওয়ার সিস্টেম এনহেন্সমেন্ট এন্ড এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্টে সহায়তা করবে। এডিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বাংলাদেশ ও এডিবির পক্ষে এই ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সদস্য (অর্থ) মো. খায়রুল হাসান প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন।
এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘গ্রামাঞ্চলে বিদ্যুৎ সুবিধা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন, উন্নত অর্থনৈতিক কার্যক্রম, শিল্প ও কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো প্রয়োজনীয় সেবার পূর্বশর্ত।’
তিনি বলেন, ‘নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ খাদ্য সরবরাহ, ডিজিটাল শিক্ষা, অনলাইন ব্যবসায় এবং নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালির ক্রিয়াকলাপসহ অন্যান্য কার্যক্রম চালিয়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী থেকে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করতে পারে।’
মনমোহন প্রকাশ বিদ্যুৎ সুবিধা বাড়ানোর ক্ষেত্রে সরকারের সাফল্যের প্রশংসা করে বলেন, ‘এই প্রকল্পটি ২০২১ সালের মধ্যে সকলের জন্য বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য এবং এ সম্পর্কিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সহায়তা করবে।’
বাসস/সবি/কেইউসি/অনু-এমএন/২১১০/-শআ