বাসস ক্রীড়া-১৮ : নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রিড মারা গেছেন

158

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-রেইড
নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রিড মারা গেছেন
অকল্যান্ড, ২৯ ডিসেম্বর ২০২০ (বাসস) : ৬৪ বছর বয়সে মারা গেলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান জন রিড। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিষয়টি আজ নিশ্চিত করা হয়েছে।
১৯৭৯ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় রিডের। পরের বছর হয় ওয়ানডে অভিষেক । নিউজিল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
টেস্টে ৬টি সেঞ্চুরিতে ১২৯৬ রান ও ওয়ানডেতে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৬৩৩ রান করেছেন রিড। টেস্টে ব্যাটিং গড় ৪৬ দশমিক ২৮।
১৯৮৫ সালে গাব্বায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মার্টিন ক্রো’র সাথে ২২৪ রানের জুটি গড়ে সুনাম কুড়ান রিড। ১৯৮৬ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।
১০১টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬০০ রান করেছেন রিড। সেখানে ১১টি সেঞ্চুরি হাকান তিনি।
খেলোয়াড়ি জীবন শেষে নিউজিল্যান্ড ক্রিকেট অপারেশন ডিরেক্টর ও হাই পারফরম্যান্স ম্যানেজার হিসেবেও কাজ করেছেন রিড।
বাসস/এএমটি/২০০৫/স্বব