বাসস বিদেশ-৫ : প্রতিরক্ষা বিলে ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করেছে প্রতিনিধি পরিষদ

124

বাসস বিদেশ-৫
মার্কিন-রাজনীতি
প্রতিরক্ষা বিলে ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করেছে প্রতিনিধি পরিষদ
ওয়াশিংটন, ২৯ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : মার্কিন প্রতিনিধি পরিষদ সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা বিলে তার দেয়া ভেটো অগ্রাহ্য করেছে।
ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ৭৪০ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিলে দেয়া ট্রাম্পের ভেটো প্রশ্নে ৩২২-৮৭ ভোট পড়ে। এই ভোটাভুটিতে প্রেসিডেন্টের দল রিপাবলিকান সদস্যরাও ডেমোক্রেটদের পক্ষ অবলম্বন করে।
রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষের চাপ সৃষ্টির একদিন পরে হাউজে এই ভোট অনুষ্ঠিত হয়।
এছাড়াও ট্রাম্প অনিচ্ছা সত্ত্বেও ৯০০ বিলিয়ন মার্কিন ডলারের করোনভাইরাস ত্রাণ ও উদ্দীপনা প্যাকেজ স্বাক্ষর করেছেন।
ভোটের পরে এক বিবৃতিতে হাউসের স্পিকার ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসি ট্রাম্পের ভেটো প্রদানকে ‘বেপরোয়া’ বলে নিন্দা জানিয়েছেন এবং প্রেসিডেন্টকে তাঁর শেষ সময়ে বিশৃঙ্খল প্রচারণা চালানো বন্ধ করার আহ্বান জানান।
কোভিড-১৯ ত্রাণ বিলে ট্রাম্পের সম্মতি প্রদান এবং ও প্রতিরক্ষা বিলে তার ভেটো অগ্রাহ্য হওয়া তার ক্ষমতা স্তিমিত হওয়ার সর্বশেষ লক্ষণ। ট্রাম্প আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছেড়ে যাবেন।
বাসস/ অনু-জেজেড/১৮২০/-শআ