বাসস দেশ-১২ : মুজিববর্ষে বগুড়ার সারিয়াকান্দিতে ১০৭টি ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে

116

বাসস দেশ-১২
বগুড়া-আশ্রয়ণ-প্রকল্প-২
মুজিববর্ষে বগুড়ার সারিয়াকান্দিতে ১০৭টি ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে
বগুড়া, ২৯ ডিসেম্বর ২০২০(বাসস) : জেলার সারিয়াকান্দিতে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীন হতদরিদ্র ১০৭ টি পরিবার সেমিপাকা ঘর পাচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প-২ থেকে এসব ঘর নির্মাণের জন্য ঘর প্রতি ১ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এরই মধ্যে ঘর নিমার্ণের কাজের কাজ শেষ পর্যায়ে। কাজলা ইউনিয়নে ২৮টি, হাটশেরপুর ৪০টি, চালুয়াবাড়ী ৪টি, কুতুবপুর ৮টি, ফুলবাড়ী ২৭টি। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া বলেন, ঘর নির্মাণ শেষ হলে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে সুবিধা ভোগীদের মধ্যে ঘরগুলো হস্তান্তর করা হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৫৪৫/কেজিএ