বাসস দেশ-৪ : কুমিল্লায় ১৫টি মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেছে জাগ্রত মানবিকতা

123

বাসস দেশ-৪
শীতবস্ত্র-বিতরণ
কুমিল্লায় ১৫টি মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেছে জাগ্রত মানবিকতা
কুমিল্লা (দক্ষিণ), ২৯ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জেলাায় এতিম ও হেফজ শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা।
মঙ্গলবার সকালে নগরীর শিমড়া হুব্বুন্নাবী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শীতবস্ত্র তুলে দেন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা। এই চলতি শীত মৌসুমে পর্যায়ক্রমে প্রায় ৩ হাজার পিস কম্বল ও কানটুপি বিতরণ করা হবে।
শীতবস্ত্র বিতরণকালে সূচনা বাসসকে বলেন, জাগ্রত মানবিকতা সব সময় সাধারণ ও অসহায় মানুষের পাশে থাকে। এখন শীতকাল। এতিম ও হাফেজ শিশুদের জন্য আমরা শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। পর্যায়ক্রমে অন্তত ১৫টি মাদ্রাসা ও এতিমখানায় ৩ হাজার কম্বল ও কানটুপি বিতরণ করা হবে বলেও জানান সূচনা।
শিমড়া হুব্বুন্নাবী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা খলিফা আনিস মোর্শেদ বাসসকে বলেন, জাগ্রত মানবিকতার পক্ষ থেকে প্রতি বছর এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও বছরের বিভিন্ন সময় জাগ্রত মানবিকতার উদ্যোগে এতিম শিশুদের জন্য খাদ্য সামগ্রী পাঠানো হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১২৪০/কেজিএ