জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতে কাজ করছে সরকার : চুমকি

372

গাজীপুর, ১২ আগস্ট, ২০১৮ (বাসস) : বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।
আজ গাজীপুরে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ কথা বলেন।
তিনি বলেন, একটি উন্নত দেশের নাগরিক হিসেবে প্রথমে নিজের জন্ম তারিখ জানতে হয়। তাই, বর্তমান সরকার দেশের মানুষের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিশ্চিত করছে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন সংগীতশিল্পী ও সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা।
এতে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও সিআরভিএস প্রকল্পের পরিচালক এ কে মহিউদ্দিন আহমদ, গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জামিল আহমেদ, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল জ্যোতির্ময় বর্মন প্রমুখ।