ক্রোয়েশিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প

251

জাগ্রেব, ২৮ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে ও রাজধানী জাগ্রেবে সোমবার ভোরে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, প্রাথমিক খবরে হতাহতের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। খবর এএফপি’র।
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিসাক শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে। এখানে প্রায় ৩৫ হাজার লোকের বসবাস।
ক্রোয়েশিয়ান সেইজমোলজিকাল ইনস্টিটিউটের প্রধান ক্রেসিমির কুক জাতীয় টেলিভিশনকে (এইচআরটি) বলেন,‘আমাদের কাছে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর আসেনি।” তবে স্থানীয় গণমাধ্যম সিসাকের ভবনগুলোর কিছু ক্ষতি হওয়ার খবর জানিয়েছে।
গত মার্চ মাসে জাগ্রেবে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কিছু ভবনের ক্ষতি হয়েছিল।