বাসস ক্রীড়া-১১ : দশক সেরা কোহলি, টেস্টে সেরা স্মিথ ও স্পিরিট অফ ক্রিকেট ধোনি

187

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-কোহলি-স্মিথ
দশক সেরা কোহলি, টেস্টে সেরা স্মিথ ও স্পিরিট অফ ক্রিকেট ধোনি
দুবাই, ২৮ ডিসেম্বর ২০২০ (বাসস) : ক্রিকেটের তিন ফরম্যাটে দশক সেরা খেলোয়াড় নিকর্বাচিত হয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। গত এক দশকের সেরা খেলোয়াড় হিসেবে কোহলির নাম ঘোষনা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দশক সেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।
‘স্পিরিট অফ দ্য ক্রিকেট’ পুরস্কারের জিতেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১১ সালে নটিংহ্যাম টেস্টে রান আউট হয়ে প্যাভিলিয়নে চলে যাবার পরও ইংল্যান্ডে ইয়ান বেলকে ক্রিজে ফিরিয়ে এনেছিলেন ধোনি। কারন টিভি রিপ্লেতে দেখা গেছে বেল রান আউট ছিলেন না। তাই দর্শকদের বিচারে এটিই এই দশকের সবচাইতে সেরা ক্রিকেটীয় মূর্হুত।
দশকের সেরা ক্রিকেটার হওয়ায় স্যর গারফিল্ড সোবার্স পুরস্কার জিতেছেন কোহলি। পুরস্কার জয়ের পর এক ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘আমার সব সময় লক্ষ্য থাকে দলের জয়ে অবদান রাখা। প্রতি ম্যাচে আমি সেটাই করার চেষ্টা করি। মাঠে আপনি কি করেছেন, সংখ্যা শুধু সেটাই দেখায়। আর কিছু নয়।’
সেরা হবার দৌঁড়ে কোহলির প্রতিন্দ্বন্দি ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
টেস্টে সেরা হবার দৌঁড়ে কোহলি, রুট, উইলিয়ামসন, ইংল্যান্ডের জেমস এন্ডারসন, শ্রীলংকার রঙ্গনা হেরাথ ও পাকিস্তানের ইয়াসির শাহকে পেছনে ফেলেন স্মিথ।
টি-টুয়েন্টিতে দশকসেরা নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের রশিদ খান। এই সময়ে ৪৮ ম্যাচ খেলে ৮৯ উইকেট নেন তিনি।
নারীদের ক্রিকেটে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি। দশকের সেরা নারী ক্রিকেটার হয়েছেন তিনি। পাশাপাশি দশক-সেরা টি-টুয়েন্টি এবং একদিনের ফরম্যাটের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন পেরি।
২০১১ সালের পহেলা জানুয়ারি থেকে চলমান বছরের ৭ অক্টোবর পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে দশক সেরা খেলোয়াড় বাছাই করেছে আইসিসি।
বাসস/এএমটি/২০৫১/স্বব