বাসস দেশ-৩৯ : বিদেশ গমনেচ্ছু কর্মীদের ফি কমানোয় স্বাস্থ্যমন্ত্রীকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধন্যবাদ

169

বাসস দেশ-৩৯
প্রবাসী-করোনা-টেস্ট
বিদেশ গমনেচ্ছু কর্মীদের ফি কমানোয় স্বাস্থ্যমন্ত্রীকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধন্যবাদ
ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২০ (বাসস): বিদেশ গমনেচ্ছু কর্মীদের সরকারি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট ফি দুই ধাপে ৩৫০০ টাকা থেকে হ্রাস করে ৩০০ টাকা নির্ধারণ করায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ স্বাস্থ্য মন্ত্রী ও সচিবকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ফলোআপের প্রেক্ষিতে স্মার্টকার্ডধারী বিদেশ গমনেচ্ছু কর্মীদের ক্ষেত্রে এই ফি নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারী পরিস্থিতি চলমান থাকা স্বত্ত্বেও বাংলাদেশী কর্মীদের বৈদেশিক কর্মসংস্থান ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। সে প্রেক্ষিতে স্মার্টকার্ডধারী বিদেশগামী কর্মীদের কোভিড-১৯ টেস্ট ফি দুই ধাপে ৩৫০০ টাকা থেকে ৩০০ টাকা নির্ধারণ করা একটি ইতিবাচক পদক্ষেপ।
বাসস/সবি/এমএসএইচ/১৯৪১/-শআ