বাসস ক্রীড়া-৩ : মৌসুমে চতুর্থ কোচ নিয়োগ দিল শালকে

119

বাসস ক্রীড়া-৩
ফুটবল-কোচ
মৌসুমে চতুর্থ কোচ নিয়োগ দিল শালকে
মিউনিখ, ২৮ ডিসেম্বর ২০২০ (বাসস) : চলতি মৌসুমে শালকের চতুর্থ কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক টটেনহ্যাম বস ক্রিস্টিয়ান গ্রস।
৬৬ বছর বয়সী গ্রস ফেব্রুয়ারিতে সৌদি আরবের ক্লাব আহলি ছেড়ে দেবার পর বর্তমানে ক্লাব বিহীন ছিলেন। ১৯৯৭ সালে তিনি স্পার্সে যোগ দিলেও মাত্র ১০ মাস টিকে ছিলেন।
১৩ ম্যাচ পরে বুন্দেসলিগার তলানিতে থাকা শালকে ইতোমধ্যেই এবারের মৌসুমে ডেভিড ওয়াগনার, ম্যানুয়েল বম ও হাব স্টিভেন্সকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল। কিন্তু কেউই শালকের ভাগ্য ফেরাতে পারেনি। গ্রস বলেন, ‘আমি সবসময়ই খেলোয়াড়দের মানসিকতাটা বুঝতে চেয়েছি। এজন্য আমি সবকিছু দিতে প্রস্তুত আছি। এর মাধ্যমেই সবাই মিলে নিজেদের লক্ষ্যপূরণ করতে পারবো।’
মৌসুমের শেষ পর্যন্ত এই সুইস কোচের সাথে চুক্তি করেছে শালকে।
১৩ ম্যাচ শেষে শালকে এবারের লিগে এ পর্যন্ত মাত্র চার পয়েন্ট সংগ্রহ করে তলানিতে রয়েছেন। রেলিগেশন জোনের প্লে-অফ স্পটে থাকা আর্মিনিয়ার থেকে শালকে ৬ পয়েন্ট দুরে রয়েছে।
অন্তবর্তীকালীন কোচ স্টিভেন্সের স্থলাভিষিক্ত হয়েছেন গ্রস। চলতি মাসের শুরুতে বরখাস্ত বমের জায়গায় নিয়োগ পেয়েছিলেন স্টিভেন্স। এর আগে সেপ্টেম্বরে বরখাস্ত সাবেক হাডার্সফিল্ড বস ওয়াগনারের স্থলাভিষিক্ত হয়েছিলেন বম।
এর আগে সুইজারল্যান্ডের দুই ক্লাব গ্রাসপার জুরিখ ও বাসেলের হয়ে ৬টি সুইস লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন গ্রস।
বাসস/নীহা/১৩৪৭/স্বব