বাসস দেশ-২৮ : মার্কিন বিনিয়োগকারীদের সিলেটে বিনিয়োগের আহ্বান চেম্বার নেতাদের

165

বাসস দেশ-২৮
সিলেট চেম্বার- মার্কিন বিনিয়োগ
মার্কিন বিনিয়োগকারীদের সিলেটে বিনিয়োগের আহ্বান চেম্বার নেতাদের
সিলেট, ১২ আগস্ট ২০১৮ (বাসস) : বাংলাদেশের সিলেটে বিনিয়োগের বিপুল সম্ভাবনা তুলে ধরে সেখানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ।
তারা বিশেষত, নির্মাণাধীন শ্রীহট্ট ইকোনমিক জোন ও সিলেট হাইটেক পার্কে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের প্রতি আহবান জানান।
আজ রোববার দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ আহবান জানান সিলেট চেম্বার নেতৃবৃন্দ।
সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন জোয়েল রেইফমেন, সিলেটে অবস্থিত আর্মি ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন- এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জহিরুল ইসলাম ও মার্কিন দূতাবাসের ইকোনমিক এন্ড পলিটিক্যাল অফিসার অ্যালেক্স জনসন।
বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে- উল্লেখ করে মার্কিন দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন জোয়েল রেইফমেন বলেন, ‘বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। বিগত কয়েক বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের উর্ধ্বগতি চোখে পড়ার মতো।’
তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরন বাংলাদেশের জ্বালানি খাতে দীর্ঘদিন কাজ করছে। শেভরনে অনেক বাংলাদেশীও কর্মরত রয়েছেন। তিনি জানান, শেভরন বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ফিল্ড বিবিয়ানাতে বড় আকারের বিনিয়োগ করতে যাচ্ছে।
সিলেট চেম্বার অব কমার্স সিলেটে বিনিয়োগ বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে- উল্লেখ করে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, ‘বাংলাদেশে বর্তমানে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। বর্তমান সরকার বিদেশী বিনিয়োগকারীদের প্রতি অত্যন্ত আন্তরিক।’
তিনি বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে দু’দেশের মধ্যে প্রতিনিধি বিনিময় অব্যাহত রাখার অনুরোধ জানান। এ সময় দুই দেশের ব্যবসা-বিনিয়োগের সুবিধার্থে সিলেট চেম্বারে ‘ইউএস কর্ণার’ স্থাপনের প্রস্তাব দেন চেম্বার সভাপতি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মো. নুরুল ইসলাম, জেসিআই বাংলাদেশের পরিচালক সালেহীন এফ নাহিয়ান, বিসিসি সিলেট-এর সেন্টার ইনচার্জ মধুসূধন চন্দ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট- এর সহকারী পরিচালক সৈয়দ মো. সরফুদ্দিন, হৃদয়ে একাত্তর বাংলাদেশ এর চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, প্রিমিয়াম ফিশ এন্ড এগ্রো লিমিটেডের পরিচালক মাহপারা আহমদ প্রমুখ।
বাসস/সংবাদদাতা/এমকে/১৯৩০/-শহক