বাসস দেশ-৩৪ : মাদক মামলায় ৯ জনের যাবজ্জীবন

171

বাসস দেশ-৩৪
মাদক মামলা-যাবজ্জীবন
মাদক মামলায় ৯ জনের যাবজ্জীবন
ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২০ (বাসস) : রাজধানীর দারুস সালাম থানার একটি মাদক মামলায় নয় ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ড দেয়া হয়।
রোববার দুপুরে ঢাকা বিশেষ জজ-৬ এর বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান এ রায় ঘোষণা করেন।
কারাদন্ড প্রাপ্ত আসামিরা হচ্ছে- মো. আরিফুল ইসলাম, মো.শফিকুল ইসলাম, মো. আরিফ হোসেন ওরফে শাহিন, হাসান মিয়া, ইমতিয়াজ হোসেন, নাজমুল হাসান ওরফে অপু, রুহুল আমিন, আলমগীর হোসেন ও সৈয়দ মিজানুর রহমান।
২০১২ সালের ১৭ জানুয়ারি রাজধানীর দারুসসালাম থানা এলাকায় প্রায় সাড়ে তিনহাজার ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এরপর মাদক আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ।
২০১২ সালের ১০ মার্চ ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শরিফুল ইসলাম খান তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
২০১২ সালের ৩০ মে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকা বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. ফজিলা বেগম। মামলার ১৪ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় সাতজন সাক্ষ্য দেন।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২০২৭/কেকে