বাসস ক্রীড়া-১১ : দক্ষিণ আফ্রিকা সফর শেষ ডি সিলভার

156

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-সিলভা
দক্ষিণ আফ্রিকা সফর শেষ ডি সিলভার
সেঞ্চুরিয়ন, ২৭ ডিসেম্বর ২০২০ (বাসস) : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়লেন শ্রীলংকার ডান-হাতি ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভা। সেঞ্চুরিয়নে চলমান প্রথম টেস্টে ব্যাটিং করার সময় বাম ঊরুর চোটে পড়েন এই অলরাউন্ডার। ফলে এই সিরিজে আর খেলতে পারবেন না ডি সিলভা।
আজ এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট।
গতকাল থেকে সেঞ্চুরিয়ানে শুরু হয় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিঙ্গেলস নিতে গিয়ে চোটে পড়েন ডি সিলভা। সে সময় ডি সিলভার নামের পাশে ৭৯ রান ছিলো।
ইনজুরিতে পড়ে ৭৯ রানে থেকেই মাঠ ছাড়েন ডি সিলভা। ১১টি চার ও ১টি ছক্কায় ১০৬ বলে নিজের ইনিংসটি সাজান তিনি। ৫৪ রানে ৩ উইকেট পতনের পর শ্রীলংকা দলের হাল ধরেন ডি সিলভা ও দিনেশ চান্ডিমাল। জুটিতে ১৩১ রান করেন তারা। এই জুটির কল্যাণে প্রথম ইনিংসে ৩৯৬ রান করেছে শ্রীলংকা।
পরে ঊরুর চোটের পরীক্ষা-নিরিক্ষা করা হয় ডি সিলভার। পরীক্ষা-নিরিক্ষা শেষে রিপোর্টে বড় ধরনের দুঃসংবাদ পেলেন তিনি। দুই সপ্তাহের মত বিশ্রামে থাকতে হবে ডি সিলভাকে। তবে আগামী মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তাকে পাবার আশা করছে শ্রীলংকা।
বাসস/এএমটি/১৯০৪/স্বব