বাসস ক্রীড়া-৯ : মুজিববর্ষ বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট শুরু

96

বাসস ক্রীড়া-৯
ক্যারম-বিজয় দিবস
মুজিববর্ষ বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট শুরু
ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের আয়োজন শুরু হলো ‘মুজিববর্ষ বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট-২০২০’।
আজ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের বাংলাদেশ ক্যারম হল রুমে ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন তিনদিন ব্যাপী এ টুর্নামেন্ট এর উদ্বোধন করেন।
প্রায় ৩৫ জন পুরুষ ও নারী খেলোয়াড় নিয়ে ২৭-২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট।
ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এ টুর্নামেন্ট।
যদিও বিজয় দিবস আমাদের ক্যালেন্ডার সূচীর ইভেন্ট। তারপরও এবারের বিজয় দিবস টুর্নামেন্টটা বিশেষ তাৎপর্যপূর্ণ।
মুজিববর্ষ উপলক্ষে আমরা প্রতিটি বিভাগে ক্যারম টুর্নামেন্ট করার পরিকল্পনা গ্রহণ করেছি। সেখান থেকে খেলোয়াড় বাছাই করে ঢাকায় জাতীয় পর্যায়ের একটা টুর্নামেন্ট করার পরিকল্পনা আছে আমাদের।
অনুষ্ঠান পরিচালনা করেন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য জাফরুল হাসান বাবুল।
এ সময় ক্যারম ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, আম্পায়ার ও জাতীয় দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/১৮১১/স্বব