কুষ্টিয়ার খোকসা পৌরসভার নির্বাচন আগামীকাল

313

কুষ্টিয়া, ২৭ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জেলার খোকসা পৌরসভার নির্বাচন আগামীকাল সোমবার। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস।
খোকসা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯ কেন্দ্রে ১৪ হাজার ৯২৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ৭৪৩৭ জন পুরুষ ৭৪৮৬ মহিলা ভোটার। মেয়র পদে ২ জন এবং কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী হয়েছেন।
খোকসা পৌর নির্বাচন রিটানিং অফিসার আবু আনছার জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত ২৪-২৫ ডিসেম্বর আমরা সকল প্রিজাইডিং, পোলিং অফিসারদের প্রশিক্ষণ শেষ হয়েছে। আজ সকল কেন্দ্রে ব্যালট বক্স, সিল, প্যাড ও ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার রাত ১২ টা থেকে সকল প্রচার-প্রচারণা বন্ধ করা হয়েছে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। একজন নির্বাহী ম্যজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ, আনসার, র‌্যাব ও বিজিবি টহল দল যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে বলে তিনি জানান।