বাজিস-৯ : শায়েস্তাগঞ্জে সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হচ্ছে ১১ উন্নয়ন প্রকল্প

210

বাজিস-৯
শায়েস্তাগঞ্জ-উন্নয়ন-প্রকল্প
শায়েস্তাগঞ্জে সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হচ্ছে ১১ উন্নয়ন প্রকল্প
হবিগঞ্জ, ১২ আগস্ট ২০১৮ (বাসস) : ৯ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১১ উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।
শায়েস্তাগঞ্জ পৌরসভার বাস্তবায়নে ১১টি প্রকল্পের মধ্যে ৭ কোটি টাকা ব্যয়ে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নূরে মদিনা মাদরাসার সামন থেকে নতুন ব্রীজ গোলচত্ত্বর পর্যন্ত রাস্তা, ২ কোটি টাকা ব্যয়ে পুরান বাজার, দাউদনগর বাজার এবং আলীগঞ্জ বাজার কিচেন মার্কেট ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ ছাড়া ৭৮ কোটি টাকা ব্যয়ে রাস্তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানসহ আরো ৭টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য।
১১টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শায়েস্তাগঞ্জ পৌরসভায় এক সমাবেশের আয়োজন করা হয়।
শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক।
বাসস/সংবাদদাত/১৮৪০/-মরপা