বাসস বিদেশ-১ : ফ্রান্সে তৃতীয়বারের মতো লকডাউন জারির সম্ভাবনা

177

বাসস বিদেশ-১
স্বাস্থ্য-ফ্রান্স
ফ্রান্সে তৃতীয়বারের মতো লকডাউন জারির সম্ভাবনা
প্যারিস, ২৭ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : ফ্রান্স তৃতীয়বারের মতো দেশজুড়ে লকডাউন দেয়ার সম্ভাবনা নাকচ করে দিচ্ছে না। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে দেশটি আবারো লকডাউন জারি করতে পারে। ফরাসী স্বাস্থ্য মন্ত্রী রোববার এ কথা জানান।
ক্রিসমাস পরবর্তী সময়ে দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাবে বলে আশংকা করা হচ্ছে।
জার্নাল দু দিমানশেকে অলিভার ভেরান বলেন, জনগণকে রক্ষায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কখনও পিছ পা হবো না। তিনি আরো বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বলা যাবে না। বরং আমরা ঘন্টায় ঘন্টায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
ফ্রান্সে একদিনে প্রায় ১৫ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া শুক্রবার দেশটিতে নতুন ধরণের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ব্রিটেনে নতুন বৈশিষ্ট্যের করোনা সংক্রমণ দেখা দেয়ায় বিশ^জুড়ে আতংক তৈরি হয়েছে। এটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে ব্রিটেন দাবি করছে।
বাসস/জুনা/১০১৫/জেহক