বাসস দেশ-২৯ : সামাজিক ন্যায় বিচার ভিত্তিক নতুন বাংলাদেশ উপহার দিতে হবে : জি.এম কাদের

275

বাসস দেশ-২৯
জাপা-কাদের-তরুণ পার্টি
সামাজিক ন্যায় বিচার ভিত্তিক নতুন বাংলাদেশ উপহার দিতে হবে : জি.এম কাদের
ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২০ (বাসস): জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, আইনের শাসন কায়েম ও সামজিক ন্যায় বিচার ভিত্তিক নতুন বাংলাদেশ উপহার দিতে জাতীয় পার্টির নেতা কর্মীদের আরো সোচ্চার হতে হবে। আগামী দিনে জাতীয় পার্টি ভোট বিপ্লবের মাধ্যমে সরকার গঠন করে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক মোঃ জাকির হোসেন মৃধার সভাপতিত্বে ও সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বক্তব্য রাখেন।
জি.এম.কাদের আরো বলেন, রাজধানীর বড় কয়েকটি হাসপাতালের পাশাপাশি দেশের জেলা ও উপজেলা পর্যায়ে করোনার চিকিৎসা আরো জোরদার করতে হবে।
তিনি বলেন, ১৯৯১ সালে তিন জোটের রূপরেখা অনুযায়ী সাংবিধানিকভাবেই হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করেছেন। তাকে কখনোই স্বৈরাচার বলা যাবেনা। কোন নির্বাচনেই এরশাদ পরাজিত হননি।
বাসস/সবি/এমএআর/২০৫৫/-শআ