বাসস ক্রীড়া-১৪ : নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ম্যাচের মালিক টেইলর

191

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-টেইলর
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ম্যাচের মালিক টেইলর
মাউন্ট মঙ্গানুই, ২৬ ডিসেম্বর ২০২০ (বাসস) : নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন অভিজ্ঞ রস টেইলর।
মাউন্ট মঙ্গানুইয়ে আজ থেকে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেই এই রেকর্ড গড়েন টেইলর। সাবেক অধিনায়ক ও স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে পেছনে ফেললেন টেইলর।
নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে ৪৩৮টি ম্যাচ (চলমান মাউন্ট মঙ্গানুই টেস্টসহ) খেলেছেন টেইলর। নিউজিল্যান্ডের হয়ে ৪৩৭টি ম্যাচ খেলেছেন ভেট্টোরি। তৃতীয়স্থানে রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। তিনি খেলেছেন ৪৩২টি ম্যাচ।
নিউজিল্যান্ডের জার্সিতে ১০৪টি টেস্ট, ২৩২টি ওয়ানডে এবং ১০২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন টেইলর।
আজ প্রথম দিনের খেলা শেষে টেলর বলেন, ‘নিজের দেশের জন্য খেলতে নামা প্রতিবারই একটি বিশেষ মুহূর্ত। দেশের হয়ে ৪শবার মাঠে নামা এবং রেকর্ডটা নিজের করে নেয়া, এট্ওি অনন্য।’
বাসস/এএমটি/১৯২৬/স্বব