বাসস বিদেশ-৯ : কাবুলে বোমা বিস্ফোরণে ২ পুলিশ নিহত

269

বাসস বিদেশ-৯
আফগান-হামলা-নিহত
কাবুলে বোমা বিস্ফোরণে ২ পুলিশ নিহত
কাবুল, ২৬ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনটি পৃথক ‘স্টিকি বোমা’ বিস্ফোরণে শনিবার দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। খবর এএফপি’র।
পুলিশের মুখপাত্র ফেরদাওস ফারামারজ সাংবাদিকদের বলেন, কাবুলের কেন্দ্রস্থলে পুলিশ সদস্যদের পিক-আপ ট্রাকের সাথে সংযুক্ত একটি স্টিকি বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত হয়েছে। তিনি জানান, বিস্ফোরণে একজন বেসামরিক নাগরিক আহত হয়েছে।
ফারামারজ জানান, কাবুলের পশ্চিমাঞ্চলে পুলিশের আরেকটি পিকআপ ট্রাকে একই ধরণের দ্বিতীয় বোমা হামলায় দু’জন নিরাপত্তা কর্মী আহত হয় এবং নগরীতে তৃতীয় বোমার বিস্ফোরণ হলে তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাম্প্রতিক মাসগুলিতে কাবুল এবং আফগানিস্তানের অন্যান্য বেশ ক’টি প্রদেশে বোমাবাজি, রকেট হামলা এবং হত্যাসহ মারাত্মক সহিংসতা বেড়ে গেছে। জিহাদি ইসলামি স্টেট গ্রুপ বেশ কয়েকটি বিশেষত কাবুলে সংঘঠিত হামলার দায় শিকার করেছে।
সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা চলা সত্ত্বেও আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে। সাংবাদিক, রাজনীতিবিদ ও অধিকারকর্মীদের লক্ষ্য করে সেখানে হামলা চালানো হচ্ছে।
কাতারের রাজধানী দোহায় ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া শান্তি আলোচনা জানুয়ারির শুরু পর্যন্ত স্থগিত রয়েছে।
বাসস/ অনু-জেজেড/১৯২৫/-শআ