বাসস ক্রীড়া-৯ : বুমরাহ-অশ্বিনদের পারফরমেন্সে খুশী কোহলি

124

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-কোহলি
বুমরাহ-অশ্বিনদের পারফরমেন্সে খুশী কোহলি
নয়া দিল্লি, ২৬ ডিসেম্বর ২০২০ (বাসস) : আজ থেকে মেলবোর্নে শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বক্সিং-ডে টেস্টের প্রথম দিনই স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে অলআউট করে দেয় সফরকারী ভারতের বোলাররা। ইনিংসে বুমরাহ ৫৬ রানে ৪টি, অশ্বিন ৩৫ রানে ৩টি ও সিরাজ ৪০ রানে ২টি উইকেট নেন। সতীর্থদের এমন পারফরমেন্সে উচ্ছসিত ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। এজন্য প্রথম দিনের খেলা শেষে টুইটারে টুইটও করেছেন তিনি।
স্ত্রী আনুষ্কা শর্মা সন্তানসম্ভবা হওয়ায় চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে যান কোহলি। সিরিজের বাকী ম্যাচগুলোতে খেলবেন না তিনি।
দলে না থাকলেও, কোহলির মন পড়ে ছিলো মেলবোর্নে। মেলবোর্ন টেস্টের খেলা দেখতে টিভি সেটের সামনেই ছিলেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপট দেখিয়েছে ভারতের বোলাররা। তাতে বেজায় খুশি কোহালি।
প্রথম দিনের খেলা শেষ হবার পর টুইট করে কোহলি লিখেন, ‘দুর্দান্ত ছিলো প্রথম দিন। বোলাররা দারুণ বোলিং করেছে। শেষটাও খুব ভাল হয়েছে।’
অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়ে প্রথম দিন শেষে ১ উইকেটে ৩৬ রান করেছে ভারত। ৯ উইকেট হাতে নিয়ে এখনো ১৫৯ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
বাসস/এএমটি/১৮১০/স্বব