বাসস-দেশ-২ : জয়পুরহাটের ১১হাজার ৮৫০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

196

বাসস-দেশ-২
সরিষা আবাদ
জয়পুরহাটের ১১হাজার ৮৫০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ
জয়পুরহাট, ২৬ ডিসেম্বর, ২০২০ (বাসস): জেলায় চলতি ২০২০-২০২১ রবি মৌসুমে ১১ হাজার ৮৫০ হেক্টর জমিতে এবার সরিষা চাষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া ভােলা থাকায় বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, জেলায় এবার সরিষা চাষ লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ৩ হাজার ৮ শ হেক্টর, পাঁচবিবি উপজেলায় ৪ হাজার ৮ শ ৮০ হেক্টর, আক্কেলপুর উপজেলায় ১ হাজার ৩ শ ৫০ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় ১ হাজার ৩ শ হেক্টর এবং কালাই উপজেলায় ৫শ ২০ হেক্টর। এতে সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ৭৭৫ মেট্রিক টন। জেলায় ইতোমধ্যে ১১ হাজার ৩০ হেক্টর জমিতে সরিষার চাষ সম্পন্ন হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক স.ম মেফতাহুল বারি বাসস’কে বলেন, সরিষা চাষে সফলতার জন্য কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বে-সরকারি উন্নয়ন সংস্থা ও ব্যাংক গুলো কৃষকদের স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করেছে। আবহাওয়া ভালো থাকায় সরিষার ফলন এবারও বাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছেন কৃষি কর্মকর্তা ও কৃষকরা।
বাসস/এনডি/সংবাদদাতা/১১০৫/নূসী