বাসস ক্রীড়া-১১ : ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান এডরিচ মারা গেছেন

233

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-এডরিচ
ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান এডরিচ মারা গেছেন
লন্ডন, ২৫ ডিসেম্বর ২০২০ (বাসস) : ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান জন এডরিচ মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৮৩ বছর। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে আজ এ কথা জানানো হয়েছে।
২০০০ সালে লিউকোমিয়ায় আক্রান্ত হন এডরিচ। কাউন্টি ক্লাব সারের হয়ে প্রথম শ্রেনিতে ১০৩টি সেঞ্চুরিও করেছেন তিনি।
দেশের হয়ে ৭৭টি টেস্টে ৪৩ দশমিক ৫৪ গড়ে ৫১৩৮ রান করেছেন এডরিচ। আর ৭ ওয়ানডেতে ২টি হাফ-সেঞ্চুরিতে ২২৩ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
তার মৃত্যুতে আবেগাপ্লুত টুইট করেছেন ইংল্যান্ডের সাবেক সেরা তারকা ইয়ান বোথাম। তিনি লিখেন, ‘ক্রিসমাসের দিন ঘুম থেকে উঠেই দুঃসংবাদ শুনতে হলো এবং এডরিচের মারা যাওয়াটা দুঃখজনক সংবাদ।’
তিনি আরও লিখেন, ‘একজন দুর্দান্ত মানুষ ছিলেন, যার সাথে দারুন কিছু সময় কাটিয়েছি।’
স্কটল্যান্ডে নিজ বাড়িতে মারা যান ১৯৬৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে টেস্ট অভিষেক ঘটা এডরিচ। ১৩ বছর পর একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষেই নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। ১৯৬৫ সালে হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩১০ রান তার ক্যারিয়ার সেরা ইনিংস। এখন পর্যন্ত ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে এটাব্যক্তিগত পঞ্চম সর্বোচ্চ ইনিংস। একই বছর উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হন এডরিচ।
বাসস/এএমটি/১৮৩৫/স্বব