অর্থ উপার্জনের জন্য ৭২ হাজারের বেশি টিকিট বিক্রি করলো ডায়নামোর

274

বার্লিন, ২৫ ডিসেম্বর ২০২০ (বাসস) : করোনার কারনে জার্মানির যেকোন ফুটবল লিগে দর্শক প্রবেশে এখনো নিষেধাজ্ঞা রয়েছে। তাই টিকিট থেকে অর্থ উপার্জন করতে পারছে না সেদেশের ফুটবল ক্লাবগুলো। তবে এক অভিনব উপায়ে টিকিট থেকে অর্থ উপার্জন করলো জার্মানির তৃতীয় বিভাগের ক্লাব ডায়নামো ড্রেসডেন।
নিজেদের মাঠে ডার্মস্টাটের বিপক্ষে ম্যাচ ছিলো ডায়নামোর। ঐ ম্যাচের জন্য ভার্চুয়ালি টিকিট বিক্রি করে তারা। সব মিলিয়ে ৭২ হাজার ১২২টি টিকিট বিক্রি করে ডায়নামো। বাংলাদেশি মুদ্রায় একটি টিকিটের মূল্য প্রায় ৫শ টাকা।
টিকিট কাটলেও মাঠে প্রবেশ করতে পারবে না দর্শকরা। তবে ক্লাবের ক্ষতি পুষিয়ে দিতে দর্শকদের অবদান থাকবে। বিক্রিত টিকিটের অর্থ ক্লাবের অ্যাকাউন্টে জমা থাকবে। এমন ম্যাচে ডার্মস্টাটের কাছে ৩-০ গোলে হেরেছে ডায়নামো।
অর্থ উপার্জনের জন্য অভিনব পদ্ধতি অতীতেও গ্রহণ করেছে জার্মানির বেশ কিছু ফুটবল ক্লাব। টিকিট বিক্রি করে সমর্থকদের ছবির কাটআউট মাঠে লাগিয়েছিলো জার্মান ক্লাব বরুশিয়া মনচেনগ্লাডবাখ।