বাসস ক্রীড়া-৪ : আগারকারকে টপকে নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন

148

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-চেতন শর্মা
আগারকারকে টপকে নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর ২০২০ (বাসস) : ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হলেন দেশটির সাবেক পেসার চেতন শর্মা। নির্বাচক কমিটির অন্য দুই সদস্য সাবেক দুই পেসার আবে কুরুভিল্লা ও দেবাশিষ মোহাসিন্ত।
বৃহস্পতিবার এই তিন সাবেক পেসারকে নির্বাচক কমিটির জন্য বেছে নেয় মদন লালের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি)।
চেতনের সাথে নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার দৌঁড়ে ছিলেন ভারতের সাবেক পেসার অজিত আগারকার। কিন্তু আগারকারকে টপকে নির্বাচক কমিটির প্রধানের দায়িত্ব পেলেন চেতন। চেতন-আগারকারসহ মোট ১১ জন সাবেক ক্রিকেটার নির্বাচক কমিটির চেয়ারম্যান হবার তালিকায় ছিলেন।
দেশের হয়ে ২৩টি টেস্ট ও ৬৫টি ওয়ানডে খেলেছেন ৫৪ বছর বয়সী চেতন। ১৯৮৭ সালের বিশ্বকাপে তার হ্যাটট্রিক ভারতীয় ক্রিকেটে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসে লেখা রয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল বাছাই দিয়ে নিজের মিশন শুরু করবেন চেতনের নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটি।
বাসস/এএমটি/১৫৫৫/স্বব