বাসস দেশ-৪৬ : বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের স্মৃতিবিজড়িত এলাকা রক্ষায় ৬শ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

153

বাসস দেশ-৪৬
প্রতিমন্ত্রী-নদী ভাঙ্গন-পরিদর্শন
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের স্মৃতিবিজড়িত এলাকা রক্ষায় ৬শ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী
ফরিদপুর, ২৪ ডিসেম্বর, ২০২০ (বাসস) : পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, জাতির বীর সন্তান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ-এর স্মৃতি বিজড়িত এলাকা রক্ষায় ৬০০ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হচ্ছে। আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যেই এ প্রকল্পর কাজ শুরু হবে। এ বছর দফায় দফায় বন্যার আঘাতে এ এলাকার নদী তীরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ দুপুরে জেলার মধুখালী উপজেলার সালামতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বাড়ীসংলগ্ন নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে সকালে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটে (আরআরআই) কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী। এখানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ ফারুক বলেন, ‘আপনাদের গবেষণার কাজগুলো বিশ্বমানের। যেকোন দেশের তুলনায় ভালো। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য দেশকে নানা দিক থেকে সফল করে তোলা, আপনারা সেই লক্ষ্যে একসাথে কাজ করে এগিয়ে যান। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আরআরআইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনাদের যে মেধা আছে তা কাজে লাগিয়ে দেশের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।’
আরআরআই-এর মহাপরিচালক আলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদদৌলা। এতে নদী গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা স্বপন কুমার দাস নদী গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএআর/২১১২/-এমএন