বাসস ক্রীড়া-১৭ : বঙ্গবন্ধু র‌্যাংকিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট : পুলিশের গৌরব চ্যাম্পিয়ন

147

বাসস ক্রীড়া-১৭
ব্যাডমিন্টন-র‌্যাংকিং
বঙ্গবন্ধু র‌্যাংকিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট : পুলিশের গৌরব চ্যাম্পিয়ন
ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২০ (বাসস) : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ব্যাডমিন্টন র‌্যাংকিং টুর্নামেন্ট’ আজ শেষ হয়েছে। সন্ধ্যায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ মাসুদ করিম। এছাড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: কবিরুল ইসলাম সিকদারসহ কর্মকর্তাবৃন্দ ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পুরুষ ও নারী বিভাগে মোট ১৪২ জন শাটলার দেশের ঘরোয়া টুর্নামেন্টে সর্ববৃহৎ প্রাইজমানির এ আয়োজনে অংশ গ্রহণ করে।
পুরুষ এককে বাংলাদেশ পুলিশের গৌরব সিংহ একই বিভাগের সিবগাত উল্লাহকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
মহিলা এককে পাবনা জেলার উর্মি আক্তার আর্মি ব্যাডমিন্টন ক্লাবের বৃস্টি খাতুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
পুরুষ দ্বৈতে আর্মি ব্যাডমিন্টন ক্লাবের সালমান খান- রাহাদ কবির খালেদ জুটি পুলিশের মিজানুর রহমান-রাহাদ নাঈম জুটিকে হারিয়ে শিরোপা জয় করেন।
মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন আর্মি ব্যাডমিন্টন ক্লাব। রানার্স আপ পাবনা জেলা।
আর্মির বৃস্টি খাতুন-রেহেনা খাতুন জুটি পাবনার রেশমা আক্তার উর্মি আক্তার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
বাসস/২০৪৭/স্বব