বাসস ক্রীড়া-১৪ : আইপিএলে বাড়লো আরও দুই দল

116

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-আইপিএল
আইপিএলে বাড়লো আরও দুই দল
নয়া দিল্লি, ২৪ ডিসেম্বর ২০২০ (বাসস) : ২০২২ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দশ দলকে খেলতে দেখা যাবে। বার্ষিক সাধারণ সভায় এমই সিদ্বান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০২১ সালের আসরে বর্তমান নিয়মনুযায়ী আট দলই খেলবে।
১০ দলকে নিয়ে এর আগেও আইপিএল অনুষ্ঠিত হয়েছিলো। বিভিন্ন সমস্যার কারনে তা ধারাবাহিকভাবে হয়নি। তবে ২০২২ সাল থেকে আবারো দশ দলকে আইপিএলে খেলতে দেখা যাবে।
বোর্ডের একটি সূত্র ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে জানিয়েছে, নতুন এক দল হিসেবে নাম লেখাতে যাচ্ছে আহমেদাবাদ। যেখানে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে এক লাখ দশ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম।
এছাড়া আগামী আসরে বড় পরিসরে অনুষ্ঠিত হবে নিলাম।
করোনাভাইরাসের কারনে এ বছরের আইপিএল সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়। গত মার্চে ভারতে শুরু হবার কথা ছিলো। পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর মরুর দেশে অনুষ্ঠিত হয় আইপিএল। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বাই।
বাসস/এএমটি/১৯০০/স্বব