বাসস ক্রীড়া-৮ : বিজয় দিবস সাইক্লিং শনিবার

97

বাসস ক্রীড়া-৮
সাইক্লিং-বিজয় দিবস
বিজয় দিবস সাইক্লিং শনিবার
ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২০ (বাসস) : ‘দু’মাস আগে দ্বায়িত্ব নিয়ে আমরা শনিবার মুজিববর্ষ বিজয় দিবস সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করছি। সামনে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের যৌথভাবে ট্যুর দ্য গেম সাইক্লিংয়ের আয়েঅজন করবো’, আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন ফেডারেশনের সহ-সভাপতি অ্যাডভোকেট সানজিদা খানম। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী ও যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান উপস্থিত ছিলেন। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। নয়টি ইভেন্টে প্রায় দু’শতাধিক সাইক্লিংষ্টদের অংশগ্রহনে শনিবার অনুষ্ঠিত হবে মুজিববর্ষ বিজয় দিবস উন্মুক্ত সাইক্লিং প্রতিযোগিতা। এর মধ্যে পুরুষদের পাঁচটিতে ১৪০ জন ও নারীদের চারটি ইভেন্টে খেলবেন ৮০ জন নারী সাইক্লিষ্ট। ইভেন্টগুলো হলো- পুরুষদের ১০ হাজার মিটার স্ক্যাচ রেস সিনিয়র, চার হাজার মিটার টিম পারস্যুট সিনিয়র, ছয় হাজার মিটার স্ক্যাচ রেস জুনিয়র, ছয় হাজার মিটার মাউন্টেন বাইক সিনিয়র ট্র্যাক ও চার হাজার মিটার মাউন্টেইন বাইক জুনিয়র ট্র্যাক। নারীদের ইভেন্টগুলো হলো- চার হাজার মিটার স্ক্যাচ রেস সিনিয়র, দুই হাজার মিটার টিম পারস্যুট সিনিয়র, দুই হাজার মিটার পারস্যুট জুনিয়র ও দুই হাজার মিটার মাউন্টেইন বাইক সিনিয়র ট্র্যাক। অ্যাডহক কমিটির সময়কাল নিয়ে সানজিদা খানম বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আমাদেরকে তিনমাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে বলেছে, আমরা সে বিষয়ে সভাও করেছি।’
বাসস/স্বব/১৭৫৪/স্বব