বাসস ক্রীড়া-৭ : পাকিস্তানের বিপক্ষে হ্যাট্টিক সিরিজ জয়ের মিশন নিউজিল্যান্ডের

88

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-পাকিস্তান-নিউজিল্যান্ড
পাকিস্তানের বিপক্ষে হ্যাট্টিক সিরিজ জয়ের মিশন নিউজিল্যান্ডের
মাউন্ট মঙ্গানুই, ২৪ ডিসেম্বর ২০২০ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ দু’টি টেস্ট সিরিজেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। ২০১৬ সালে দেশের মাটিতে এবং ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে। এবার পাকিস্তানের বিপক্ষে হ্যাট্টিক সিরিজ জয়ের মিশনে নিউজিল্যান্ড। হ্যাট্টিক সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে নিউজিল্যান্ড। অপরদিকে, ২০১১ সালের পর আবারো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেতে মরিয়া পাকিস্তান। মাউন্ট মঙ্গানুইয়ে ২৬ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে প্রথম টেস্ট।
২০১৬ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো নিউজিল্যান্ড। আর ২০১৮ সালে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে কিউইরা। ঐ দু’টি সিরিজ জয়ের স্মৃতি এখন আত্মবিশ্বাস দিচ্ছে নিউজিল্যান্ডকে। এছাড়া টেস্ট সিরিজের আগে সদ্যই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। সেখানেও আধিপত্য বিস্তার করেছে কিউইরা। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচ নিউজিল্যান্ড ও শেষটি জিতে পাকিস্তান।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়ের স্মৃতি বেশ পুরনো। ২০১১ সালে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিলো পাকিস্তান। তাই নয় বছর সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চায় পাকিস্তান।
প্রথম টেস্টের আগে বড়-বড় দুঃসংবাদই শুনতে হয়েছে পাকিস্তানকে। নিয়মিত অধিনায়ক বাবর আজম, ইমাম-উল-হকের পর ইনজুরির কারনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েন স্পিন অলরাউন্ডার শাদাব খান। ঊরুর চোটে ভুগছেন তিনি।
বাবর-ইমাম, দু’জনই আঙ্গুলের ইনজুরিতে ভুগছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে অনুশীলনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে বাবর ও বাঁ-হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান ইমাম। শাদাবের পরিবর্তে প্রথম টেস্টে বাঁ-হাতি স্পিনার জাফর গোহারকে দলে নিয়েছে পাকিস্তান।
২০১৫ সালে শারজাহতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু হয়েছিল জাফরের। এরপর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি তিনি।
তবে ২০১৯-২০ মৌসুমে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে দারুন বোলিং পারফরমেন্স করেছেন গোহার। ৩৮ উইকেট নিয়ে আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তিনি। এছাড়া ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচে ১৪৪টি উইকেট রয়েছে তার।
বাবর না থাকায় প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন মোহাম্মদ রিজওয়ান। এই সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় ছিলেন বাবর। কিন্তু তার অপেক্ষা দীর্ঘায়িত হলো।
তবে দলে যারা আছেন, তাদের নিয়েই লড়াই করার ইঙ্গিত দিলেন পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান। তিনি বলেন, ‘আমাদের দলের সেরা ব্যাটসম্যান বাবর। তার অভাব আমরা অনুভব করবো। ইমাম ও শাদাবকেও দল মিস করবো। তবে যারা আছে, তারা লড়াই করার সামর্থ্য রাখে। নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করতে হলে, দলের সবাইকে একত্রে পারফরমেন্স করতে হবে। নিউজিল্যান্ডের চেয়ে ভালো পারফরমেন্স করতে পারলেই, সাফল্য পাওয়া সম্ভব।’
টি-টুয়েন্টি সিরিজ জিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড। তাই আত্মবিশ্বাসী পুরো দল। টেস্ট সিরিজেও ভালো করার ব্যাপারে আশাবাদি কিউইরা। দলের ওপেনার টম লাথাম বলেন, ‘আমরা টেস্ট সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদি। সদ্যই টি-টুয়েন্টি সিরিজ জিতলাম। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের রেকর্ডও ভালো। সিরিজ জয়ের লক্ষ্যেই আমরা মাঠে নামবো। তবে প্রথম টেস্টে জয় তুলে নিতে চাই।’
পাকিস্তান দল : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, জাফর গোহার, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহিন আফ্রিদি, শান মাসুদ, সোহাইল খান এবং ইয়াসির শাহ।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লানডেল, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, টম লাথাম, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়্যাগনার, ট্রেন্ট বোল্ট ও উইল ইয়ং।
বাসস/এএমটি/১৭৫৩/স্বব