বাসস-দেশ-৬ : পিরোজপুরে বিজ্ঞানও প্রযুক্তি সপ্তাহ ২০ জানুয়ারি শুরু

126

বাসস-দেশ-৬
প্রযুক্তি সপ্তাহ
পিরোজপুরে বিজ্ঞানও প্রযুক্তি সপ্তাহ ২০ জানুয়ারি শুরু
পিরোজপুর, ২৪ ডিসেম্বর, ২০২০( বাসস): জেলায় আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে এ সপ্তাহটি উদযাপন করা হবে।
এ উপলক্ষে আজ বেলা ১১টায় পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে এক প্রস্তুতি সভা জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী মোঃ রওশন ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন, টাউন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, আফতাব উদ্দিন মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা প্রশাসনের কর্মকর্তসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যালয়- মহাবিদ্যালয়ের প্রধান ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় ১দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সরকারি বালক বিদ্যালয় মাঠে মেলার আয়োজনের সিদ্ধান্ত এবং বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়ার্ড, উপস্থিত বক্তৃতা এবং সিম্পোজিয়ামসহ বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়। এ মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এবারের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি মূল কমিটি এবং ৪টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
বাসস/ এনডি/সংবাদদাতা/১২৫০/নূসী