বাসস বিদেশ-২ : ভারতে করোনায় নতুন করে ২৪,৭১২ আক্রান্ত

160

বাসস বিদেশ-২
ভারত-কোভিড-১৯
ভারতে করোনায় নতুন করে ২৪,৭১২ আক্রান্ত
নয়াদিল্লী, ২৪ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৪ হাজার ৭১২ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে ১ কোটি ১ লাখ ২৩ হাজার ৭৭৮ জনে দাঁড়ালো। এদের মধ্যে ৯৬ লাখ ৯৩ হাজার মানুষ ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে। বৃহস্পতিবার কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮ টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে ৩১২ জনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৬ হাজার ৭৫৬ জনে দাঁড়ালো।
ভারতে এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যা বেড়ে ৯৬ লাখ ৯৩ হাজার ১৭৩ জনে দাঁড়িয়েছে। দেশব্যাপী সুস্থতার হার ৯৫.৭৫ শতাংশ এবং মৃত্যু হার ১.৪৫ শতাংশ।
উপাত্ত অনুযায়ী, দেশটিতে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ২ লাখ ৮৩ হাজার ৮৪৯ জন। এ সংখ্যা দেশের মোট আক্রান্তের ২.৮০ শতাংশ।
বাসস/এমএজেড/১৩৪০/অমি