বাসস দেশ-৪৭ : হাওর এলাকায় জীবনমান উন্নয়ন বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সেমিনার

135

বাসস দেশ-৪৭
ইসলামিক ফাউন্ডেশন- সেমিনার
হাওর এলাকায় জীবনমান উন্নয়ন বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সেমিনার
হবিগঞ্জ, ২৩ ডিসেম্বর ২০২০ (বাসস): জেলায় আজ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীব বৈচিত্র সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে ও জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাহ মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা খাতুন, ইমামদের পক্ষ থেকে বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফী। সেমিনারে জেলার ৮০ জন ইমাম ও ওলামায়ে ক্বেরাম উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৫৬/এমকে