বাসস দেশ-৩৮ : ‘মুজিববর্ষ’ উপলক্ষে গোপালগঞ্জে সাতশ’ ৮৭ টি ভূমিহীন পরিবার আবাসন পাবে

133

বাসস দেশ-৩৮
মুজিববর্ষ-গোপালগঞ্জ
‘মুজিববর্ষ’ উপলক্ষে গোপালগঞ্জে সাতশ’ ৮৭ টি ভূমিহীন পরিবার আবাসন পাবে
গোপালগঞ্জ, ২৩ ডিসেম্বর ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও সরকারের দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে জেলায় সাতশ’ ৮৭টি ভূমিহীন পরিবার আবাসন সুবিধা পাবেন।
আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
জেলায় চলমান গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে জেলা প্রশাসক জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে জেলায় সাতশ’ ৮৭টি ভূমিহীন পরিবার আবাসন সুবিধা পাবেন।
তিনি জানান, দুইশতাংশ জমিতে দুইকক্ষ বিশিষ্ট এসব ঘরে যাবতীয় সুযোগ সুবিধা রাখা হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে একলাখ ৭১ হাজার টাকা।
এ সময় গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাম্মি আকতারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮১৮/এমকে