বাসস ক্রীড়া-৮ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে শ্রীলংকা পুরোপুরি প্রস্তুত : আর্থার

127

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-আর্থার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে শ্রীলংকা পুরোপুরি প্রস্তুত : আর্থার
প্রিটোরিয়া, ২৩ ডিসেম্বর ২০২০ (বাসস) : আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল পুরোপুরিভাবে প্রস্তুত বলে জানান লংকান কোচ মিকি আর্থার। আগামী শনিবার থেকে সেঞ্চুরিয়নে শুরু হবে প্রথম টেস্ট।
আর্থার জানান, ডারবান ও পোর্ট এলিজাবেথের চেয়ে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গের পিচ পেসারদের জন্য সহায়ক হতে পারে। ২০১৮/১৯ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে ২-০ ব্যবধানে সিরিজ জিতে অঘটন ঘটিয়েছিলো শ্রীলংকা।
আর্থার বলেন, ‘আগের চেয়ে এবারের কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে। তবে আমি আজ সকালে সেঞ্চুরিয়নের পিচটি দেখেছি এবং আমি আশা করি এটি একটি ভাল ক্রিকেট উইকেট হবে।’
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আর্থার। শ্রীলংকার অঘটনের আগে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৩-০ ব্যবধানে সিরিজ জয়ে ভূমিকা ছিলো আর্থারের।
তিনি স্বীকার করেন, পাকিস্তানের বিপক্ষে টেস্টের পিচ সহায়ক ছিলো, যার মধ্যে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গের ভেন্যু ছিলো।
তবে এখন দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসন বলছেন, পিচ বোলারদের সহায়তা করবে এবং তারা আধিপত্য বিস্তার করবে।
আর্থার বলেন, ‘আমরা আশা করছি, দক্ষিণ আফ্রিকার কন্ডিশন ভালো হবে।’
তিনি জানান, দক্ষিণ আফ্রিকার পিচের বাউন্স নিয়ে ভালোভাবে প্রস্তুতি নিয়েছে শ্রীলংকা। আর্থার বলেন, ‘আমরা সবকিছুর জন্য প্রস্তুত। আমরা এখানে ২১জন খেলোয়াড় জৈব-সুরক্ষার মধ্যে রয়েছি। এখান থেকে সরাসরি শ্রীলংকায় যাবো, ইংল্যান্ডের বিপক্ষে খেলতে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ভালো পেস ও স্পিন বোলার রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে, উপরের সারির ছয় ব্যাটসম্যান কন্ডিশন মোকাবেলায় সক্ষম হবে।’
গেল রোববার থেকে তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলার পরিকল্পনা ছিলো। কিন্তু করোনার কারনে সেটি পরিত্যক্ত হয়ে যায়।
আর্থার বলেন, ‘প্রস্তুতির জন্য আমি আরও বেশি সময় চাইতাম। কিন্তু শ্রীলংকা বোর্ড খুবই সংক্রিয় ছিলো।’
তিনি আরও বলেন, ‘আমাদের ক্যাম্প ও আন্তঃ স্কোয়াডের ম্যাচ ছিলো এবং খেলোয়াড়দের যতটা সম্ভব খেলার মধ্যে রাখতে চেয়েছি।’
স্থানীয় টি-টুয়েন্টি প্রতিযোগিতা শেষেই দক্ষিণ আফ্রিকায় উড়ে আসে শ্রীলংকানরা।
আর্থার বলেন, ‘টেস্ট সিরিজের আগে টি-টুয়েন্টি খেলা আদর্শ নয়। তবে খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলছে। আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক খেলোয়াড়রা মনোযোগ পরিবর্তনে যথেস্ট পারদর্শী।’
বাসস/এএমটি/১৭৫০/স্বব