বাসস ক্রীড়া-৭ : পা কেটে ফেলতে হল ইতালীর সাবেক ডিফেন্ডারের

232

বাসস ক্রীড়া-৭
ফুটবল-ইতালি-ভাইরাস
পা কেটে ফেলতে হল ইতালীর সাবেক ডিফেন্ডারের
মিলান, ২৩ ডিসেম্বর ২০২০ (বাসস/এএফপি): করোনা আক্রান্ত হয়ে শারিরিক জটিলতায় পড়ে দুটি পা’ই কেটে ফেলতে হল ইতালী ও ইন্টার মিলানের সাবেক ডিফেন্ডার মাউরো বেলুগির।
কোভিড -১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৪ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ৭০ বছর বয়সি বেলুইগি। কিন্তু তারা শারিরক অবস্থার অবনতি ঘটলে তার পা দুটি বিচ্ছেদে বাধ্য হন কর্তব্যরত চিকিৎসকরা।
১৯৭১ সালের নভেম্বরে ইউরোপীয় কাপে ইন্টারের হয়ে গোল করা বেলুইগি বলেন,‘ তারা আমার সেই পা দুটি কেটে দিয়েছে যে পা দিয়ে আমি বরুশিয়া মনচেনগ্লাবাচের বিপক্ষে গোল করেছিলাম।’
১৯৬০ ও ৭০ এর দশকে বোলনিয়া ও নাপোলিতে খেলা বেলুইগি পরে ফুটবল বিশ্লেষক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি এক সাংবাদিককে বলেন,‘ এখন আমি অস্কার পিস্টোরিয়াসের মত নকল পা লাগাব, যা দিয়ে টেলিভিশন স্টুডিওতে আপনাকে পাশ কাটিয়ে যেতে পারব।’
১৯৭১ সালে ইন্টার মিলানের হয়ে সিরি এ শিরোপা জয় করেছিলেন বেলুইগি। এছাড়া ইতালীর জাতীয় ফুটবল দলের হয়ে ১৯৭৪ ও ১৯৭৮ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি।
বাসস/এএফপি/এমএইচসি/১৭৪০/স্বব