বাসস ক্রীড়া-৬ : সিডনিতে টেস্ট নিয়ে আশাবাদি স্মিথ

126

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-স্মিথ
সিডনিতে টেস্ট নিয়ে আশাবাদি স্মিথ
সিডনি, ২৩ ডিসেম্বর ২০২০ (বাসস) : ভারত-অস্ট্রেলিয়ার চলমান টেস্ট সিরিজের তৃতীয়টি হওয়ার কথা সিডনিতে। কিন্তু সেখানে করোনা ভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায়, ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ মনে করেন, সিডনিতেই ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
স্মিথ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি সিডনিকে পছন্দ করি, আমি এসসিজি (সিডনি ক্রিকেট গ্রাউন্ড) এ খেলতে পছন্দ করি, এটি আমার হোম গ্রাউন্ড।’
অস্ট্রেলিয়ার বৃহত্তম শহরে করোনাভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায়, বেশ কিছু অঞ্চল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে জানুয়ারির শুরুর দিকে সিডনিতে তৃতীয় টেস্ট হওয়া নিয়ে সংশয় বেড়েছে।
স্মিথ বলেন, ‘আমি মনে করি সিডনিতে সকলেই খেলতে পছন্দ করে। তবে আমরা সর্বদা বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিবো।’
যদি সিডনিতে করোনা পরিস্থিতি অব্যাহত থাকে, তবে কুইন্সল্যান্ড সিডনির সীমানা কার্যকরভাবে বন্ধ হলে এক সপ্তাহ পরে খেলোয়াড়দের শেষ টেস্টের জন্য ব্রিসবেনে যেতে সমস্যা হবে।
মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরু হলে, তখন ব্যাক-টু-ব্যাক টেস্ট হয়ে পড়বে।
অন্যথায়, তারা অ্যাডিলেডে ফিরতে পারতো, যেখানে প্রথম টেস্টে ৮ উইকেটে জিতেছিলো। অথবা ব্রিসবেনই হবে সিরিজের দু’টি টেস্ট ভেন্যু।
অ্যাডিলেডে ভারতের চরম ব্যাটিং ব্যর্থতায় চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার দুই পেসারের তোপে মাত্র ৩৬ রানে অলআউট হয় ভারত। যা ভারতের টেস্ট ইতিহাসে সর্বনি¤œ রান। অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড ৮ রানে ৫ উইকেট নেন। প্যাট কামিন্স নেন চার উইকেট। দ্বিতীয় ইনিংসে উইকেট না পেলেও, ৬ ওভারে ৭ রান দিয়ে প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন আরেক পেসার মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
স্মিথ জানান, দলের পেস বোলারদের এই গ্রুপ থেকে সেরা জয়টাই দেখেছেন। তিনি বলেন, ‘আমি এই তিন পেসারের সাথে অনেক ক্রিকেট খেলেছি এবং তারা যে ধারাবাহিকভাবে বোলিং করেছিল তার মধ্যে এটিই সেরা ছিল।’
তিনি আরও বলেন, ‘তারা যেভাবে বোলিং করেছে, তা সত্যি অসাধারন ছিলো।’
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়া ভারত ম্যাচ ড্র করবে বা জিতবে, সে বিষয়টি উড়িয়ে দিয়েছেন স্মিথ। তিনি বলেন, ‘সকলের চিন্তা-ভাবনা ভিন্ন, তবে তারা যেভাবে আউট হয়েছে, ম্যাচ শেষে তারা কি ভেবেছে, সেটি বিষয়।’
স্মিথ জানান, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট খেলাটা সবসয়ই বিশেষ কিছু।
তিনি বলেন, ‘এটি আমার স্বপ্নের মতো, স্বপ্ন বাস্তবের মতো, ছোটবেলায় আমি সবসময় বক্সিং’ডে টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিলাম, বড়দিনের পর পরিবারের সাথে ঘরে বসে বক্সিং ডে টেস্ট দেখে আমার সবসময় তেমনই মনে হতো।’
বাসস/এএমটি/১৭৩৮/স্বব