বাসস ক্রীড়া-৩ : নিষিদ্ধ ঔষধ সেবনের দায়ে অভিযুক্ত মালির দুই খেলোয়াড়

173

বাসস ক্রীড়া-৩
ফুটবল-শাস্তি
নিষিদ্ধ ঔষধ সেবনের দায়ে অভিযুক্ত মালির দুই খেলোয়াড়
সালজবার্গ, ২৩ ডিসেম্বর ২০২০ (বাসস) : মালির হয়ে নভেম্বরে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে গিয়ে নিষিদ্ধ ঔষধ সেবনের দায়ে অভিযুক্ত হয়েছেন সালজবার্গের দুই খেলোয়াড়। অস্ট্রিয়ান চ্যাম্পিয়ন আরবি সালজবার্গ এই তথ্য নিশ্চিত করেছে।
ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে মিডফিল্ডার মোহাম্মদ কামারা ও ফরোয়ার্ড সেকু কোইটা অসুস্থতার কথা বলে ঐ ঔষধ গ্রহণ করেন, যার মধ্যে নিষিদ্ধ দ্রব্য পাওয়া গেছে। যদিও খেলোয়াড়রা দাবী জানিয়েছেন ঔষধগুলো তারা জাতীয় দলের মেডিকেল স্টাফদের পরামর্শেই গ্রহণ করেছেন। আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে গিয়ে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত ঐ দুই খেলোয়াড়ের বিপক্ষে দ্রুতই তদন্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন উয়েফা।
জাতীয় দলে সুযোগ পাবার পর সালজবার্গের যেখানে গর্বিত হবার কথা সেখানে এখন ক্লাবটি অযাচিত এই ঘটনায় দারুন অস্বস্তিতে পড়েছে। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে কামারা ও কোইটা সালজবার্গের অনুশীলন চালিয়ে যাচ্ছে এবং মালির ঘটনা নিয়ে তারা ক্লাবের পক্ষ থেকে বিস্তারিত জানতে চেয়েছে।
বাসস/নীহা/১৩৫০/স্বব