বাসস বিদেশ-৯ : মালিতে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট

151

বাসস বিদেশ-৯
মালি-নির্বাচন
মালিতে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট
বামাকো, ১২ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : মালিতে রোববার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। প্রথম দফার ভোটে এগিয়ে থাকা ইবরাহীম বৌবাকার কিতা ক্ষমতায় ফিরে আসবেন বলে মনে করা হচ্ছে। যদিও দেশটির নিরাপত্তা সংকট মোকাবিলায় তার পদক্ষেপগুলো নিয়ে কঠোর সমালোচনা রয়েছে।
দ্বিতীয় দফার নির্বাচনটি আবারও কিতা ও সাবেক অর্থমন্ত্রী সৌমাইলা সিসের মধ্যে হচ্ছে। ২০১৩ সালেও এ দুজনের মধ্যে দ্বিতীয় দফার নির্বাচন হয়। সেবার কিতা ব্যাপক ভোটে জয়লাভ করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
চলতি বছর নির্বাচনী প্রচারণায় জিহাদিদের ব্যাপক হত্যাযজ্ঞ ও জাতিগত সহিংসতা দমনে কিতার ব্যর্থতাকে ফলাও করে প্রচার করা হয়।
কিন্তু এই প্রচারণায় মানুষ সামান্যই প্রভাবিত হয়েছে। এছাড়া নির্বাচনের আগে বিরোধী দলের মধ্যে অর্ন্তদ্বন্দ্ব দেখা দেয়।
২৯ জুলাইয়ের প্রথম দফার নির্বাচনে কিতা (৭৩) ৪১.৭ শতাংশ এবং সিসে (৬৮) ১৭. ৭৮ শতাংশ ভোট পান।
শুক্রবার সিসে জানান, তিনি নির্বাচনের দিন ফলাফল পাল্টে দিতে পারেন।
তবে তিনি বিরোধীদের বিরোধ মিটিয়ে তারপক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে নামাতে ব্যর্থ হয়েছেন।
দ্বিতীয় দফার এই নির্বাচনের প্রাক্কালে বিরোধী নেতৃবৃন্দের ডাকে সারা দিয়ে অল্প কিছু নাগরিক রাজধানী বামাকোতে মিছিল ও বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।
বিরোধীদের সমর্থকদের এই সংখ্যানুপাত বিচার করে কিতা নিজেকে সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা দাবি করেন।
তবে শুক্রবার রাতে রাজধানী বামাকোতে কিতার সর্বশেষ নির্বাচনী সমাবেশেও মাত্র কয়েকশ সমর্থক অংশ নেয়। তার সমাবেশেও মানুষের উপস্থিতি ছিল অত্যন্ত কম।
বাসস/কেএআর/৩-৪৫/জুনা