সাংস্কৃতিক পক্ষের উদ্বোধন : মুজিবনগরে মুজিববর্ষে শতঘন্টা মুজিবচর্চা

278

মেহেরপুর, ২২ ডিসেম্বর, ২০২০ ( বাসস) : জেলা প্রশাসনের আয়োজনে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’র অংশ হিসেবে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে সাংস্কৃতিক পক্ষের উদ্বোধন করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়ালি সাংস্কৃতিক পক্ষের উদ্বোধন করেন। মূখ্য আলোচক ছিলেন মুজিববর্ষের শতঘন্টা মুজিবচর্চা অনুষ্ঠানের মুখ্য উপদেষ্টা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়র সচিব মো. বদরুল আরেফিন, খুলনা বিভাগীয় কমিশনারের ইসমাইল হোসেন, পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভূ রাম পাল, পিপি এ্যাড পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহিন প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আজ আইরিন পারভিন লোপার মঞ্চনাটক ‘বাঘ’ মঞ্চস্থ হয়েছে। আগামীকাল ২৩ ডিসেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামেও একই নাটক মঞ্চায়িত হবে।
২৪ ডিসেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে মোমেনা চৌধুরী অভিনীত একক নাটক লাল জমিন মঞ্চায়িত হবে। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ‘মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামেও লাল জমিন মঞ্চায়িত হবে।