বাসস দেশ-৩৮ : জাতীয় পার্টি রাজনীতিতে ব্রান্ড হিসেবে বিবেচিত হবে : জি.এম.কাদের

159

বাসস দেশ-৩৮
জাপা-কাদের- সাক্ষাৎ
জাতীয় পার্টি রাজনীতিতে ব্রান্ড হিসেবে বিবেচিত হবে : জি.এম.কাদের
ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, আগামী দিনে রাজনীতিতে জাতীয় পার্টি দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি ও একটি ব্রান্ড হিসেবে বিবেচিত হবে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে চেয়ারম্যানের নব নিযুক্ত উপদেষ্টা নাজনীন সুলতানাসহ নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে গেলে তিনি এ সব কথা বলেন।
জি.এম. কাদের আরো বলেন, ব্রান্ডের পণ্য যেভাবে মানুষ মূল্যায়ন করে, তেমনি জাতীয় পার্টির নেতা-কর্মীরাও দেশবাসীর কাছে আদর্শ নেতা হিসেবে বিবেচিত হবেন। এরশাদের নেতৃত্বে দেশের উন্নয়ন, সুশাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় পার্টির রয়েছে এক গৌরবোজ্জল ঐতিহ্য। তাই, দেশের মানুষ জাতীয় পার্টির ওপর ভরসা রাখতে চায়। জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে আরো সংগঠিত করতে হবে।
নাজনীন সুলতানা পার্টির চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় আরো বক্তৃতা করেন জাতীয় পার্টি খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা।
বাসস/সবি/এমএআর/২১০৫/-শআ